আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল চন্দ্র দাশ

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ বকুল চন্দ্র দাশ।

জানাগেছে, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী ২ মাসের জন্য ছুটি নিয়ে যুক্তরাজ্যে চলে যাওয়ায় সিলেট বিভাগীয় কমিশনার এর আদেশে গত ২৩ মে থেকে আগামী ২১ জুলাই পর্যন্ত ২ মাসের জন্য উক্ত পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন বকুল চন্দ্র দাশ।

এদিকে-বকুল চন্দ্র দাশ আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। বিবৃতিদাতারা যথা সময়ের মধ্যে অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল চন্দ্র দাশের প্রতি আহবান জানান। সেই সাথে আশারকান্দি ইউনিয়নের সফল চেয়ারম্যান শাহ আবু ইমানী ও প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরীর সুস্বাস্থ্য কামনা করেন।