মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা যুবদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে কমিটি গঠনের কথা জানানো হয়। যুবদলের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন এসব কমিটির অনুমোদন দিয়েছেন।

ঘোষিত কমিটিতে মৌলভীবাজার জেলর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ মুহিত; সুনামগঞ্জ জেলা সভাপতি আবুল মঞ্জুর মো. শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।