অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ নিলো বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তান একাদশের কাছে ৮ উইকেটে হারলো সফরকারীরা।
গতরাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৩৮ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া মুশফিকুর রহিম ২৭, অধিনায়ক সাকিব আল হাসান ১৯ ও সাব্বির রহমান ১৮ রান করেন।
১৪৬ রানের টার্গেটে ১৬ বল হাতে রেখেই রান তাড়া করে ফেলে আফগানিস্তান। এই জয়ে সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী হয়ে উঠলো আফগানরা। আগামীকাল ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই ভেন্যুতে পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ ও ৭ জুন।