সুনামগঞ্জে কারাগারে কয়েদির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ কারাগারে বাবুল বিশ্বাস নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মে) রাতে অসুস্থ অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেল সুপার আবুল কালাম।

তিনি জানান, বাবুলের মৃত্যুর কারণ এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাবুল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।

কারা সূত্রে জানা যায়, ২৮ মে মাদক মামলায় বাবুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে বিষয়টি পুলিশের নজরে আসে। দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুল বিশ্বাসের বিরুদ্ধে সর্বমোট ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।