ছাতকের ইসলামপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

ছাতক প্রতিনিধি :

ছাতকের ইসলামপুর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের প্রায় দেড় কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম।

বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১কোটি ৪৩লক্ষ ১১হাজার ৬৬৭টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩৭লক্ষ ৮২হাজার ৫৮৫ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩লক্ষ ৭৯হাজার ৮২টাকা।
ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সচিব আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, নুরুল আমিন, সাবেক সাংগঠনিক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার অজয় ঘোষ, আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান রাজা, প্যানেল চেয়ারম্যান সুনু মিয়া।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইউপি সদস্য শহীদ মিয়া, মহিলা সদস্য হেলিমা বেগম, এনজিও প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধা লাল মিয়া, নিজাম উদ্দিন, ফয়জুল হক, রিয়াজ উদ্দিন, নুরুল হক, ইউপি সদস্যা প্রিয়বালা দাস, রংমালা ইউপি সদস্য ইউনুছ আলী, লাল মিয়া, আব্দুল হাই, হোছন আহমদ, রহিম উদ্দিন, আনোয়ার পাশা, রফিক মিয়া, স্থানীয় নুর মিয়া, নুরুল ইসলাম, মুরাদ হোসেন, মোশারফ হোসেন, জাহেদ আহমদ, সহকারী পরিকল্পনা পরিদর্শিকা আয়শা বেগম, মঞ্জু রানী রায়, বাসনা তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক অমর সিংহ, এনজিও প্রতিনিধি সাবিহা বেগম, শিক্ষক ফরিদ উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর ও পাঠাগার এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।