সৌদির গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

বার্তা সংস্থা সাবাহ’র তথ্য মতে, হাজ্জাহ প্রদেশের হির্জ অঞ্চলের আকাশে ওড়ার সময় রোববার ইয়েমেনের সেনারা ড্রোনটি ভূপাতিত করে।

এর আগেও সৌদি আরবের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি যোদ্ধারা।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের আগ্রাসন চালিয়ে আসছে। এতে কার্যত ইয়েমেন ধ্বসস্তুপে পরিণত হয়েছে।

তবে ইয়েমেনের যোদ্ধারা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আগ্রাসন মোকাবেলা করছে।