রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সৌদিতে ৭ নারী অধিকার কর্মী আটক

A Saudi woman tries a car simulator during women car show in Riyadh, Saudi Arabia May 13, 2018. REUTERS/Faisal Al Nasser

অনলাইন ডেস্ক :

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার প্রচারণায় সংশয়ীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে অন্তত ৭ জন নারী অধিকার কর্মীকে আটক করা হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস (জিসিএইচআর) ও এইচআরডব্লিউ এর বিবৃতির বরাতে এ খবর জানাচ্ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যদিও সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহিঃশত্রুর সঙ্গে সন্দেহজনক যোগাযোগ ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে। সরকারি টেলিভিশন চ্যানেলেও একই কথা বলা হয়েছে।

তবে শনিবার দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এইচআরডব্লিউ জানিয়েছে, গত ১৫ মে থেকে এই পর্যন্ত ৭ নারী অধিকার কর্মীকে আটক করেছে সৌদি আরব। মানবাধিকার সংস্থাটির দাবি আটকের শিকার হওয়া নারীরা দীর্ঘদিন ধরে সৌদি নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা বাতিল ও নারীদের জন্য পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা বিলোপের দাবি জানিয়ে আসছেন।

অধিকার গোষ্ঠীগুলো বলছে, নারীদের গাড়ি চালানো বন্ধের প্রতিবাদই তাদের অপরাধ। তাদের মধ্যে লওজেইন আল-হাথলওল ও এমান আল-নাফজান নামে দুই নারী রয়েছেন, যারা নারীদের গাড়ি চালানো বন্ধের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। আল জাজিরা।