সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পুলিশ লাইনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনের হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান, জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল আলম ঝিনুক, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, সিনিয়র এ এস পি মোঃ মাহবুবুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক ও প্রকাশক পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা আওয়ামী লীর্গে সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন, এডভোকেট রইছ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সিরাজুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কর, সুনমগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউল হক,জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ সেলিম আহমদ প্রমুখ ।