জগন্নাথপুরে পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে আবির হোসেন (২২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে সিলেটের পাঠানটুলা পার্কভিউ এলাকার বাসিন্দা।

জানাগেছে, আবির হোসেন তার বন্ধু জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আতাউর রহমানের ছেলে সজিব মিয়ার বাড়িতে এসেছিল। ১৬ মে বুধবার বেলা দেড়টার দিকে সজিবের বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায় আবির হোসেন। এতে তার মৃত্যু হয়। সে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা যায়। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, শুনেছি একটি ছেলে পানিতে ডুবে মারা গেছে। তবে আমাদের জানানো হয়নি।