‘সবে মাত্র শুরু’- লিভারপুল সমর্থকদের প্রতি সালাহ

 

অনলাইন ডেস্ক:
লিভারপুলের হয়ে নিজের অসাধারণ পারফর্মেন্সকে ‘সবে মাত্র শুরু’ বলে উল্লেখ করেছেন ক্লাবের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। সমর্থকদের তিনি আশ্বস্ত করেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রত্যাশা পূরণের।

গত বৃহস্পতিবার সমর্থক ও সতীর্থ খেলোয়াড়দের ভোটে লিভারপুলের মৌসুম সেরা খেলোয়াড়ের খেতাব লাভ করেছেন এই মিশরীয় তারকা। পরে তিনি ফুটবল রাইটার্স এসোসিয়েশনের খেতাব গ্রহণ করার জন্য লন্ডনের পথে যাত্রা করেন।

গত গ্রীষ্মে রোমা থেকে লিভারপুলে আসার পর ক্লাবটির হয়ে মৌসুমের সব ধরনের ম্যাচে অংশ নিয়ে ২৫ বছর বয়সী এই ফুটবলার আদায় করেছেন ৪৩টি গোল। যে কারণে রিয়াল মাদ্রিদ তাকে পেতে জোরালো প্রচেষ্টা শুরু করেছে। চলতি মাসের শেষ দিকে স্প্যানিশ ওই ক্লাবের বিপক্ষে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে অংশ নিবেন সালাহ।

সালাহ বলেন, ‘‘এখানে আমি খুবই ভাল আছি। সব কিছুই ঠিক আছে। অবশ্যই লিভারপুলে ভবিষ্যৎ গড়ার ইচ্ছা রয়েছে। কারণ আপনারা দেখেছেন আমরা দারুণ একটি মৌসুম কাটিয়েছি। এখন আমরা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলার অপেক্ষায় আছি। এ করণে সবাই দারুণভাবে রোমাঞ্চিত।’’

সালাহ আরো বলেন, ‘‘সবে মাত্র শুরু। এখানে এটিই আমার প্রথম মৌসুম। সতীর্থ অনেক খেলোয়াড়েরও একই অবস্থা। এটি সূচনালগ্ন।’’

কেভিন ডি ব্রুইয়ান ও হ্যারি কেনকে পেছনে ফেলে গত মাসে পেশাদার ফুটবলার্স এসোসিয়েশনের বর্ষ সেরা খেলোয়াড়ের খেতাবটিও জয় করেছেন সালাহ।

লন্ডনে এসে তিনি বলেন, ‘‘চার বছর আগে চেলসির হয়ে আমি এখানে এসেছিলাম। এ সময় অনেকেই বলেছিলেন, আমি প্রিমিয়ার লীগে খেলতে পারব না। পরে আমি চেলসি ছেড়ে চলে যাই। কিন্তু আমার মনে আসন গেড়ে ছিল তাদের ভুল প্রমাণিত করে এখানে ফেরার বাসনা। শেষ পর্যন্ত আমি তাদেরকে ভুল প্রমাণিত করতে পেরেছি। আমি এখন আগের মত সেই খেলোয়াড় নই। রোমে আমার দারুণ উন্নতি ঘটেছে। আমি বলব না সব কিছু নিজের অর্জন। সতীর্থরাও ছিল আলাদা। কোচ এবং তাদের সহায়তা ছিল সব সময়। মাঠে এবং মাঠের বাইরে তারা আমাকে দারুণ সহায়তা করেছে।’’