সুনামগঞ্জ থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

তার নাম, মো. মনির হোসেন (২২)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ভাতের টেক গ্রামের মৃত আঃ রহিমের পুত্র।

বৃহস্পতিবার (১০ মে) বিকেল ৩টার দিকে র‌্যাব’র সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ধনপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তল্লাশি করে তার নিকট থেকে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।