তাহিরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে নূর হোসেন(৩৫) নামে এক কৃষক মারা মারা গেছেন। তিনি উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাটি তাহিরপুর গ্রামের মুক্তুল হোসেনের ছেলে।

তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন ও নিহতের পারিবার জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় শনির হাওরে তার চাষাবাদকৃত জমিতে ধান কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নন্দন কান্তি ধর কৃষক নূর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।