জগন্নাথপুরে নদীতে নতুন পানি

 

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈশাখের ধান কাটা শেষে নদ-নদীতে পানি আসায় দেশীয় সুস্বাদু ছোট-বড় মাছ ধরার ধূম পড়েছে। এবার ধান গোলায় তোলার পর ৬ মে রোববার রাতে টানা বৃষ্টিপাতে নদ-নদীতে আসে।

নদীতে নতুন পানি আসায় শিকারীরা বিভিন্ন ধরণের জাল ও ফলো এবং খোচা দিয়ে উজাই মেরে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের সাথে শিশু-কিশোররাও ছোট-ছোট জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। গোলায় ধান থাকায় মনের আনন্দে এবার নতুন পানিতে মাছ ধরার দৃশ্য দেখতে ৭ মে সোমবার সকালে স্থানীয় নলজুর নদীর দুই পাড়ে উৎসুক জনতা ভীড় জমান। এ যেন গ্রাম বাংলার চিরাচরিত নিয়ম সবার সামনে ফুটে উঠেছে।