ছায়ার হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম নব কুমার দাস(৬৫) পিতা অজ্ঞাত। তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।

সোমবার সকাল ১১টায় হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে আশপাশের জমির কৃষকরা তাকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তবে তার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।