সিলেট ৩ আসনের প্রচারণায় তাতীলীগ নেতৃবৃন্দ

হাবিবা আক্তার জেছি

সিলবাংলা ডেস্ক ঃসিলেট ৩ আসনের উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবের নৌকার প্রচারণায় অংশ নিতে আসা বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ, সাবেক ছাত্রনেতা খগেন্দ্র চন্দ্র দেবনাথ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগ।রবিবার সকাল ৯ ঘটিকার সময় ঢাকা থেকে একটি ফ্লাইটে নেতৃবৃন্দগণ সিলেট এসে পৌঁছালে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী,সদস্য কালাম আহমদ, ঢাকা উত্তর তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব হামিদ আহমদ, সহ-সভাপতি সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, সাধারণ সম্পাদক এস.এম.মোশারেফ হোসেন,ঢাকা দক্ষিণ তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম সোহেল, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক শেখ মো:আবুল হাসনাত বুলবুল প্রমুখ।