বিমান আকাশে থাকা অবস্থায় ক্রুদের আক্রমণ ও দরজা খোলার চেষ্টা করায় এক নারীকে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে

বিমান আকাশে থাকা অবস্থায় ক্রুদের আক্রমণ ও দরজা খোলার চেষ্টা করায় এক নারীকে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওই নারীর মানসিক সমস্যা রয়েছে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এক ভিডিওতে দেখা গেছে ধূসর চুলের ওই নারীর মুখ, হাত ও শরীর টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ঘটা এই খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।
খবরে বলা হয়েছে, ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করা হলে সেটি ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে গত ৬ জুলাই। বিমান আকাশে ওড়ার পর স্থানীয় সময় রাত দেড়টার দিকে হইচই শোনা যায় ভেতরে। পাইলট ইন্টারকমে কথা বলে যাত্রীদের আশ্বস্থ করার চেষ্টাও করেন। সূত্র মানবজমিন // হাবিবা আক্তার জেছি।