আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কনস্যুলেট থেকে প্রায় ৫০ জন কূটনীতিক ও নিরাপত্তা রক্ষাকারীকে প্রত্যাহার করেছে ভারত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কনস্যুলেট থেকে প্রায় ৫০ জন কূটনীতিক ও নিরাপত্তা রক্ষাকারীকে প্রত্যাহার করেছে ভারত। সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং তালেবানদের নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নেয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে রোববার এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। ওইসব সূত্র বলেছেন, ভারতীয় কূটনীতিক, কর্মকর্তা, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের একটি গ্রুপসহ অন্যান্য স্টাফদের সরিয়ে আনতে শনিবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান পাঠানো হয়েছিল সেখানে। এর ফলে অস্থায়ী সময়ের জন্য কান্দাহারে বন্ধ হয়ে গেল ভারতের কনস্যুলেট।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা নিয়ে এরই মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তালেবানরা দ্রুততার সঙ্গে গুরুত্বপূর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে। কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস মঙ্গলবার বলেছে, দূতাবাস বন্ধের কোনো পরিকল্পনা নেই তাদের।

কান্দাহারে এবং মাজার ই শরীফে কনস্যুলেটও বন্ধের পরিকল্পনা নেই। দু’দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে অবনতিশীল পরিস্থিতির দিকে সতর্কতার সঙ্গে নজর রাখছে ভারত। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে। মঙ্গলবার মিডিয়ার সামনে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেবো। সূত্র মানবজমিন // হাবিবা আক্তার জেছি।