চলতি মাসের রাশিয়ার টিকা আসছে

দিনরাত ডেস্কঃ চলতি মাসেই রাশিয়ার টিকা স্পুটনিক-ভি হাতে পাওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে রাশিয়ার টিকার সার্বিক বিষয়ে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য।

উল্লেখ্য, গেল ২৭শে এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-ভি এর বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়। সূত্র মানবজমিন / হাবিবা আক্তার