নিরপরাধ ছেলেকে মিথ্যা মামলায় জেল খাটানোর মায়ের অভিযোগ

নিরপরাধ ছেলেকে মিথ্যা মামলায় জেল খাটানোর মায়ের অভিযোগ

মানসিক চাঁপে রেখে অসৎ ফায়দা লোটার জন্য মিথ্যা কাল্পনিক নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে ছেলে জাকারিয়া বক্সকে ফাসিঁয়ে বারবার জেল খাটানোর জন্য এসএমপির পুলিশ কমিশনার বরাবর গত ২৭ মে লিখিত অভিযোগ দিয়েছেন সিলেট নগরীর খাসদবীর এলাকার বাসিন্দা জামাল বক্সের স্ত্রী রুশনা বেগম।

লিখিত অভিযোগে রুশনা বেগম জানান, বিশ্বনাথ থানার মান্দারুকার হারুন মিয়ার মেয়ে ও বর্তমান সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় বসবাসকারী কুলসুমা বেগম শীলা (৪৩), অজ্ঞাত ঠিকানাধারী জাহাঙ্গীর মিয়ার ছেলে রাকিব আলী (২৫), রায়হান মিয়ার ছেলে সাগর (২১), ফয়জুন নেছা, দুলাল মিয়া, ফুলেছা বেগম, আমির উদ্দিন সর্বপিতা অজ্ঞাত, আম্বরখানা বড়বাজার এলাকার ইলিয়াছ আলীর ছেলে জিয়ার হোসেন, হারুন মিয়ার মেয়ে রুকসানা বেগম সংঘবদ্ধ হয়ে কয়েকদিন পর পর মিথ্যা সাজানো মামলা দিয়ে তিনির পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে জাকারিয়া বক্সকে জেলে পাঠিয়ে এবং জামিনে বের করে এনে দিতে কয়েক দফায় প্রায় পৌনে দু’লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। গত ২৯ এপ্রিল তারিখে চক্রের কুলসুমা বেগম শীলা বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় ছেলে জাকারিয়ার বিরুদ্ধে কাল্পনিক ২৫ নং মামলা রুজু করে।

অভিযোগে জানা যায়, কুলসুমা বেগম শীলা একাধিক স্বামীর নাম ব্যবহার করে। তার মধ্যে জাহাঙ্গীর, রায়হান, কছির আলী, তাজ উদ্দিন, আমির উদ্দিন ও ফয়ছল গং ব্যাক্তিদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে নীরিহদের জিম্মি করে সহায় সম্পদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। রুশনা বেগম অভিযোগে উল্লেখ করেন, তিনির ছেলে জাকারিয়ার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় কুলসুমা বেগম শীলা কর্তৃক জিআর-৩৮/২০২০, জিআর-৯০, সিআর-২১/২১ এবং গত ১৫ ফেব্রুয়ারি তারিখে সাজানো ঘটনা দিয়ে ছেলে জাকারিয়া সহ তিন জনের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে। কুলসুমা বেগম শীলার অব্যাহত হুমকি সহ অন্যান্য মামলার ঘটনার প্রেক্ষিতে গত ১৯ আগস্ট ২০২০ ইং তারিখে রুশনা বেগম এয়ারপোর্ট থানায় ৬৬৭ নং একটি সাধারণ ডায়েরী করেন। সংঘবদ্ধ চক্রের মুল হোতা কুলসুমা শীলা তাদেরকে বিপদের ফাঁদে ফেলে সাজানোভাবে ৩টি বিয়ের কাবিনের তালাক নোটিশ পাঠিয়ে জিম্মি করে বহু টাকা আত্মসাত করে নিয়েছে। সম্প্রতি কুলসুমার ভয়ে জাকারিয়া বক্স কোথাও নিখোুুঁজ হয়ে গেছে। সেজন্য কুলসুমা বেগম শীলা চক্রের মিথ্যা মামলা থেকে ছেলে জাকারিয়াকে অব্যাহতি দিতে ও নিরপেক্ষ তদন্ত করতে এসএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন ক্ষতিগ্রস্থ রুশনা বেগম।