সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে শুক্রবার ২৮ মে বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে রিজেন্ট পার্ক রিসোর্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রূপন, সহ-সাংগঠনিক শাহ্ মোঃ তাজুল ইসলাম, অফিস সম্পাদক আহমদ জাকি, ট্যুর বিষয়ক সম্পাদক রুবাইয়াত মোঃ ফখরুল হাসান, প্রচার সম্পাদক শেখ জাবেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক ওলিউর রহমান মাছুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক শাহ্ রুম্মানুল হক, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ তৌফিকুর রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল মুত্তাকিন, আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-আপ্যায়ন সম্পাদক রাহাত খান, নির্বাহী সদস্য জালাল আহমদ, মোঃ শাহাব উদ্দিন শিহাব ও আবুল ফজল।
সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পুনব্রতপাল রতন, মোঃ শাহিন আহমদ, মোঃ সাহেদ আহমদ, মোঃ নাজমুল হোসেন, মোহাম্মদ সামসুল হক, তানিম চৌধুরী, হিমাংশু কুমার পাল ও মোঃ আফজাল হোসেন সহ সিলেট ট্যুরিস্ট ক্লাবের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সময়মতো উপস্থিতির জন্য লটারির মাধ্যমে একজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিনোদনের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পাঁচজন বিজয়ীর মধ্যে পাঁচটি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মওদুদ আহমদ ও সমাপনী অধিবেশনে দোয়া পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য ক্বারী মাওলানা হিফজুর রহমান।