গরীব ও অসহায়দের মাঝে হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের ঈদ সামগ্রী বিতরণ

হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেট নগরীতে গরীব ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ই মে) বাদ যোহর নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইয়ে ১০০জন গরীব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের উপদেষ্টা ও রায়হোসেন কলবাখানী সমাজকল্যাণ সংস্থার মুরব্বী মানিক মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, রায় হোসেন কলবাখানী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রায়হান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ আহমদ শুকুর, হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা ইমাম উদ্দীন, বাংলাদেশের চেয়ারম্যান মো: মাতাব উদ্দীন, ভাইস চেয়ারম্যান রিপন উদ্দীন, কালাপাথর ফুটবল একাডেমীর সহকারি কোচ এহসান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রচার সম্পাদক আকাশ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজন আহমদ, সদস্য তোফায়েল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। ঈদের সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বক্তারা সমাজের সকল সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি