সিলেটে মানবিক সহায়তা সংগঠন “সোয়াব হেল্প ফাউন্ডেশন”র যাত্রা শুরু

 

মামুন চৌধুরী::
সিলেটে আর্তমানবতার সেবায় সোয়াব হেল্প ফাউন্ডেশন যাত্রা শুরু করলো অসহায় ও দুস্ত মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করে।

০৯ এপ্রিল রাত ১২ টার দিকে সিলেট নগরীর উপশহরে দোয়া ও মিলাদ মাহফিলের এর মাধ্যমে সোয়াব হেল্প ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন আলেমগণ, সোয়াব হেল্প ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, গনমাধ্যমকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোয়াব হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ০৯ এপ্রিল রাতে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় ও দুস্ত মানুষের মাঝে ৫০০ প্যাকেট ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত এক বছর থেকে করোনাকালীন সময়ে এই ফাউন্ডেশনের সদস্যবৃন্দ অসহায় মানুষের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

সোয়াব হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি ইশতিয়াক মাহমুদ জনি,সাধারণ সম্পাদক সায়েক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আহ্মেদ, সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাইম আহমেদ, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মোজাকির হোসেন মাহদী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সদস্য নিশান আহমেদ, নাদিম হোসেন, রিপন হোসেন, আফজাল মিয়া, সাকিব আহমেদ, ফয়েজ আহমেদ প্রমুখ।

সোয়াব হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইশতিয়াক মাহমুদ জনি বলেন, “আমি ও আমার পরিচিত বন্ধু, ভাই, আত্মীয় স্বজন মিলে বিভিন্ন সময়ে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছি। আর্তমানবতার সেবায় কাজ করছি। তাই ভাবলাম সবাই মিলে একটি মানবিক ফাউন্ডেশন গড়ে তোলি। সওয়াব আশায় নেকীর জন্য তাই ফাউন্ডেশনের নাম ও দিয়েছি সোয়াব ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আমাদের অনেক প্রবাসী ভাই রয়েছেন। আগামীদিনেও আমরা এই সোয়াব হেল্প ফাউন্ডেশনের মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। “