সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে এম এ রহীমের শোক

সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন গোয়াইনঘাট সংবাদের সম্পাদক, ব্যবসায়ী সংগঠক এম এ রহীম। এক বিবৃতিতে তিনি প্রয়াত দিলদার হোসেন সেলিম’র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি উন্নত চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি…….রাজিউন)।