১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভা ও করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা

১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত নয়াসড়কস্থ ইকবালুর রহমানের খান এর বাসায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকালে এই সভা অনুষ্ঠিত হয়।
১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাব্বির আহমদ মুশান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ১৬নং কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, নয়াসড়ক সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী ইকবালুর রহমান খান, ১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সম্পাদক মো. ফয়জুল হাসান, যুগ্ম সম্পাদক মতিউর রহমান শিমুল, সিনিয়র সদস্য ও তাতী পাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাখাওয়াত আলী শাহী, মিজানুর রহমান, রোটারিয়ান এম. এ. মতিন, জুবেদ আহমদ, আবিল আহমদ, নয়াসড়ক সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ খোকন, শিপলু আহমদ প্রমুখ।
সভা পরর্তীতে ১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নয়াসড়ক পয়েন্টে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা ও মাক্স বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কোতোয়ালী মডেল থানার সহকারি পুলিশ কমিশনার শামস উদ্দিন আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন, সোবহানীঘাট ফাড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম, বিট পুলিশ অফিসার নাঈম তালুকদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি