মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আইডিইবি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, আইডিইবি সিলেট জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী খালেদুর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন, প্রকৌশলী উজ্জল কুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সকালে তালতলাস্থ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।