জালালাবাদ গ্যাসে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ২০২১ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড(জেজিটিডিএসএল)-এর উদ্যোগে ২৬শে মার্চ “ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২১” বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হয়। এ দিনটি উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেজিটিডিএসএল কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকাল সাড়ে ৬টায় কোম্পানির প্রধান কার্যালয় সিলেট-এর গ্যাস ভবন চত্বরে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্। জাতীয় পতাকা উত্তোলনের পর এ উপলক্ষে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাঙ্গালী জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও সুদূর প্রসারী চিন্তা-চেতনার ফসল, আমাদের এই সবুজ শ্যামল এই বাংলাদেশ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা এই স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে বাংলাদেশ গৌরবোজ্জ্বল স্বাধীনতা অর্জন করেছে তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
তিনি সভায় আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মানবতার জননী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ত্বে দূর্বার গেিতিত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব দরবারে বাংলাাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হতে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে এবং শত চক্রাšেতর বেড়াজাল ছিন্ন করে বর্তমান সরকার ২০৪১ এর মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগুচ্ছে। আমরা সরকারের লক্ষ্যমাত্রা পূরণে সবাই নিরলসভাবে কাজ করে যাব, ইনশাল্লাহ্। এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার।
সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের পর প্রধান কার্যালয় নামাজ কক্ষে বিশেষ মোনাজাতের আয়োজন ও তবারক বিতরণ করা হয়। অতঃপর সকাল ০৯.১৫ মিনিটে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্। পরবর্তীতে ০১.০০ ঘটিকায় জেজিটিডিএসএল কর্তৃক বুরহান উদ্দিন মাজার সংলঘ্ন মাদ্রাসায় এতিম ও ছাত্র-শিক্ষকদের মাঝে খাবার বিতরণ করা হয়। ২৬এ মার্চ,২০২১ তারিখে “ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবসে জেজিটিডিএসএল-এর প্রধান কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক বিতরণ র্কার্যালয় সমূহ আলোকসজ্জা এবং ব্যানার/ফ্যাস্টুন এ সজ্জিত করা হয়। দিনব্যাপি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার করা হয়। সকল অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।