জামেয়া বায়তুল কোরআন মাহমুদাবাদের নতুন ক্যাম্পাস উদ্বোধন

সিলেটের সর্ববৃহৎ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র মহাপরিচালক মাওলানা মুহিউল ইসলাম বুরহান বলেছেন, জামেয়া বায়তুল কোরআন মাহমুদাবাদ সম্ভাবনাময় ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের জনসাধারণের চারিত্রিক উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আসছে কওমি মাদ্রাসা। এসব মাদ্রাসার শিক্ষকেরা খেয়ে না খেয়ে নূন্যতম মাসিক বেতন নিয়ে ঘামঝরা মেহনত করছেন আপনাদের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। মধ্যবিত্ত পরিবারগুলোর পাশাপাশি হতদরিদ্র খেটে পরিবারের সন্তানদের শিক্ষিত আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কওমি মাদ্রাসার কোনো বিকল্প নেই।
২৫শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জামেয়া বায়তুল কোরআন মাহমুদাবাদ (শাহজালাল ভার্সিটি সংলগ্ন) জালালাবাদ, সিলেট’র নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত “ইসলাহি আলোচনা ও দুআ মাহফিল”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামেয়া বায়তুল কোরআন মাহমুদাবাদের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন ও পরিচালক লেখক গবেষক মাওলানা শামসীর হারুনুর রশীদ এর যৌথ সভাপতিত্বে এবং জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মাসুম আহমদের উপস্থাপনায় প্রধান আলোচক ছিলেন ফতেপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা। বক্তব্য রাখেন টুকেরবাজার ১নং ওয়ার্ড সদস্য মোঃ গিয়াস উদ্দিন, জামেয়া বায়তুল কোরআন মাহমুদাবাদ সিলেটের উপপরিচালক হাফিজ মাওলানা হাবিবুল্লাহ, শ্রমিক ইউনিয়ন কুমারগাও বাসটেন্ড উপকমিটির সভাপতি লোকমান মির্জা, শেখপাড়া জামে মসজিদের মুতাওয়াললি আলহাজ শাহনুর, আখালিয়ার ব্যবসায়ী আলি আহমদ, ডা. জাফর আহমদ বাচ্চু, দোয়া পরিচালনা করেন বাংলাদেশের প্রথিতযশা শাইখুল হাদিস মাওলানা নজির আহমদ ঝিঙ্গাবাড়ী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন ইউনুছী, হাফিজ মাওলানা, ইসমাইল আহমদ, হাফিজ এহসানুল হক, মাস্টার আছারুদ্দীন, ব্যবসায়ী নাসির উদ্দিন, শাহিন আহমদ, কামাল আহমদ প্রমুখ।