পঁচিশ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাই:জাসদ

আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। একাত্তরের পঁচিশ মার্চ রাতে বাংগালী জাতির উপর বর্বরোচিত হামলা চালিয়ে নারী শিশু নির্বিশেষে জঘন্য গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। একাত্তরের পঁচিশ মার্চের গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গণকবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পঁচিশ মার্চ গণহত্যা দিবস এর আন্তর্জাতিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার, গণহত্যায় জড়িত ঘাতক জামাত- শিবিরের রাজনীতি নিষিদ্ধ , গণহত্যাকারীদের পৃষ্ঠপোষক আগুন সন্ত্রাসীদের বিচার করার দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জেলা জাসদ নেতা মহি উদ্দিন, মহনগর জাসদের অন্যতম নেতা মো. ফারুক আহমদ প্রমুখ।