বালুচরে মেসার্স মাহা এন্ড ছুনা এন্টারপ্রাইজ উদ্বোধন ও মিলাদ মাহফিল

উত্তর বালুচর আল ইছলাহ বায়তুল জান্নাহ জামে মসজিদ সংলগ্ন মেসার্স মাহা এন্ড ছুনা এন্টারপ্রাইজ উদ্বোধন উপলক্ষ্যে সোমবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, ৯নং ওয়ার্ড এর মেম্বার মোঃ রাজা মিয়া, ৫নং টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কদর উদ্দিন খান, ৭নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির আহবায়ক আলহাজ্ব ইসহাক মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সৈয়দ আকিকুর রহমান, বায়তুল জান্নাহ মার্কেট কমিটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক সাব উদ্দিন সাবু, সৈয়দ আনহার আলী, সৈয়দ হাসান, মাস্টার আব্দুল বাছিত, মাস্টার উমর ফারুক, মাস্টার মাসুক আহমদ, আরব আলী, রুবেন আহমদ চৌধুরী, আলম আহমদ, জুয়েল আহমদ, ফখরুল হক, ছুরুক আহমদ, সামসুল উদ্দিন সমসু, খালেদ আহমদ, শাহিন আহমদ, পারভেজ আহমদ, সৈয়দ সাহাব আহমদ, সৈয়দ নাঈম, আনাস আহমদ, সেলিম মিয়া, ইসলাম উদ্দিন, সোবান আহমদ, বাবুল মিয়া। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাহ জামে মসজিদের ইমাম মুফতি জাকারিয়া মাহমুদ। আরো উপস্থিত ছিলেন মেসার্স মাহা এন্ড ছুনা এন্টারপ্রাইজ এর পরিচালক গিয়াস আহমদ (মেম্বার ৭নং ওয়ার্ড) প্যানেল চেয়ারম্যান ৫ নং টুলটিকর ইউনিয়ন পরিষদ।