জাতির পিতার প্রতিকৃতিতে মা ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মা ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, মা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মামুন হাসান, উপদেষ্টা কমিটির সদস্য সাংবাদিক মো. দুলাল হোসেন, কামরুন্নাহার রিকতা, তানিশা হাসান, জারিন তাসনিন অন্নেসা প্রমুখ। বিজ্ঞপ্তি