গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের সভা ও পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে “সোনালী বিকেল” পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টায় কাজীটুলাস্থ সিলেটের আঞ্চলিক কার্যালয়ে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও রেঞ্জার উম্মে হাবিবা সুমীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন, আঞ্চলিক ট্রেনার সুফিয়া খাতুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিপ্রা দেব, রওশন আরা, শামীমা আক্তার নেভী, শাহরীন ইসলাম চৌধুরী, হলদে পাখি, গার্ল গাইডস্ ও রেঞ্জার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি