বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আইডিইবি’র আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ১৭ই মার্চ বুধবার রাতে তালতলাস্থ আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ। জাতির পিতা বাঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত পাঠ করেন আইডিইবি সিলেট জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুর রহিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী খালেদুর রহমান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ডিপ্রকোস সিলেট শাখার সভাপতি প্রকৌশলী মো. সাইদুর রহমান, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাকিম উজ্জামান। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী আজহার আলী রাহী, প্রকৌশলী কাওছার আহমেদ, প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী উজ্জল কুমার দে, প্রকৌশলী মো, নজরুল ইসলাম, প্রকৌশলী সাব্বির হোসেন খাঁন, প্রকৌশলী আব্দুর রহমান, প্রকৌশলী জয়দীপ চন্দ নয়ন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলে আমরা আজ স্বাধীনভাবে বাংলাদেশের ভূখন্ডে বসবাস করতে পারছি। বঙ্গবন্ধু দেশের সকল প্রকৌশলীদের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর অবদান প্রকৌশলীগন আজীবন মনে রাখবে।
সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করে মোনাজাত করেন আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন। বিজ্ঞপ্তি