বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ডে সভা ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মতমবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১১নং ওয়ার্ডে এক আলোচনা সভা ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ১১নং ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে বিলপাড় এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও মো. ইখতেখার হোসেন মনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বদরু, সহ সভাপতি পিংকু আব্দুর রহমান, দিলিপ কুমার নন্দী, জেলা সেচ্ছা সেবক নেতা এমদাদ রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে, যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, ওয়ার্ড সচিব রাজু রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাজ্জাদ হোসেন সৈকত ও গীতা পাঠ করেন রিমপী রানী দেব। বিজ্ঞপ্তি