বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে মধুবন সুপার মার্কেটে মিলাদ ও দোয়া বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই, আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি: নাসির উদ্দিন খান

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা; অর্ধ শতকের পথচলায় অর্থনৈতিক মুক্তির যে সোনালি দিগন্তের সামনে আজ বাঙালি দাঁড়িয়ে, তারও অনুপ্রেরণা তিনি। সেই সোনার বাংলায় তার বাংলাদেশকে পৌঁছে দিতে আজকের অভিযাত্রায় নেতৃত্ব দিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইতোমধ্যে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, দেশ এগিয়ে যাচ্ছে। বাঙালি আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে।
তিনি বুধবার (১৭ মার্চ) বিকেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মো. আলা মিয়ার পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি কফিল আহমদ, সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, কোষাধ্যক্ষ রিয়াদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দপ্তর সম্পাদক চিরঞ্জিত পাল, প্রচার সম্পাদক আজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ, ধর্ম সম্পাদক কাজী দিলাল আহমদ, সদস্য শেখ মোহাম্মদ জুনেদ, মো. শামসুল ইসলাম, নুরুল হক, নুর আহমদ নোমান, শিপু আহমদ, গোলাম রাসুল রিমন, জুনেদ আহমদ, আজিজুর রহমান নান্নু, শাহমেল আহমদ মোস্তাক, পারভেজ আহমদ সানী, এহিয়া রাজা, নেপাল দে, সমিতির সাবেক আহ্বায়ক আখলাকুর রহমান সাহেদ, সাবেক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মো. দুলাল হোসেন, সমিতির সদস্য সালেহ আহমদ ফয়েজী, জিল্লু আহমদ, সালেহ আহমদ, ফরিদ আহমদ, এমদাদুল হক মিলাদ, মজির উদ্দিন আহমদ, মোয়াজ্জিন মঈনুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মধুবন সুপার মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম আলবাব। বিজ্ঞপ্তি