বঙ্গবন্ধুর ১০১তম জন্ম শতবার্ষিকীতে জেলা কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ১৭ই মার্চ বুধবার সকালে সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কেটে দিবসের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।
কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। পরে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা শাখার সভাপতি শাহ্ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজী তেরাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক জায়েদ আলী, শাহ্ আহমদুর রব, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বিলু, প্রচার সম্পাদক আবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ইমরান খাঁন রায়হান, সদস্য শামীম কবির, রফিকুল ইসলাম রফু, শাহ্ মাহবুবুর রব, আবু সাইদ, সোয়েব আহমদ লকুছ, আশফাক আহমদ, সিরাজুর রহমান, আঙ্গুর মিয়া, খোকন আহমদ, হোসেন রাজা, ফখরুল আহমদ, সৈকত আহমদ প্রমুখ।
এর আগে জেলা কৃষক লীগের পক্ষ থেকে জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি