বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট সফর কালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুর কাদের মোহন, সাংগঠনিক সম্পাদক রেজুওয়ার আলী খান আর্নিক, কার্যনির্বাহী সদস্য শেখ মো. ইমরান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সোহেল হাসান, সদস্য আবু সায়েদ।
এসময় নব-গঠিত সিলেট মহানগর মৎস্যজীবী লীগের সদস্য সচিব শেখ এনায়েত হোসেনের মেন্দিবাগস্থ বাসভবনে এক একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে নেতৃবৃন্দ সদস্য সচিব এনায়েত হোসেনকে ওয়ার্ড কমিটি গঠনের দিক নির্দেশনা মূলক নির্দেশ প্রদান করেন।