আলেমদেরও সহনশীলতার অনুশীলন করতে হবে: ড. এ, এস, এম আযীযুল্লাহ

বিশিষ্ট ইসলামিক স্কলার ড. এ, এস, এম আযীযুল্লাহ বলেছেন, শান্তির ধর্ম ইসলামে হানাহানির কোনও স্থান নাই। উগ্রপন্থা পরিহার করে শান্তিপূর্ণভাবে মানুষকে ইসলামের পথে আহবান জানাতে হবে। সুতরাং ইসলামের সুশীতল ছায়াতলে কাউকে আহবান জানাতে হলে এর প্রচারক, বক্তা, আলেমদেরও সহনশীলতার অনুশীলন করতে হবে।
শুক্রবার জুমআর নামাজের পর নগরীর মিরের ময়দানে অবস্থিত কিউসেট ইনস্টিটিউটে কুরআনিক স্টাডিজ সমাবেশ তিনি একথা বলেন। এতে মুসল্লীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহ ছিল।
কিউসেট ইনস্টিটিউট এর শিক্ষক হবীবুল্লাহর পরিচালনায় সমাবেশে সিলেটের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে কিউসেট ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা কুরআন তেলওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি