জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মুজমদারপাড়া ঘাসিটুলা সিলেটের ১২তম ইসলামী মহা সম্মেলন শনিবার ৬ মার্চ শনিবার অনুষ্টিত হয়েছে। দুপুর থেকে মধ্যরতা পর্যন্ত এ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রাঙ্গনে দুই পর্বে অনুষ্ঠিত মহা সম্মেলনে প্রথম পর্বে সভাপতিত্বে করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ক্বারী মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী, দ্বিতীয় পর্বের মহা সম্মেলনে সভাপতিত্বে করেন মাওলানা মুফতি সিকন্দর আলী।
মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা বিলাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মহা সম্মেলনে আমন্ত্রিত অতিথির তাফসীর পেশ করেন হযরত মাওলানা মুফতী মোবারক উল্লাহ সাঈদী বি-বাড়ীয়া, হযরত মাওলানা এমদাদুর রহমান হবিগঞ্জ, হযরত মাওলানা আবুল কালাম আযাদ চুনারুঘাট। এছাড়াও দেশ বরেণ্য উলামা-শায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ তাফসীর পেশ করেন। বিজ্ঞপ্তি