নিয়োগ বিজ্ঞপ্তি

শীঘ্রই সিলেটের পত্রিকা জগতে নতুন একটি নাম সংযুক্ত হচ্ছে। কিছু দিনের মধ্যে সিলেটবাসীর দাবী ধাওয়া তুলে ধরতে রঙ্গীন ৮ পৃষ্ঠার দৈনিক পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে। সিলেটের মানুষের স্বপ্নপূরর্ণে ‘দৈনিক সিলেটের সময়’র একঝাঁক তরুণ তাদের সকল মেধা কাজে লাগিয়ে একটি ব্যতিক্রমী দৈনিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন। সিলেটের অত্যন্ত সু-পরিচিত ‘দৈনিক সিলেটের দিনকাল’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, দৈনিক সিলেটের হালচাল ও সিলেটের দিনরাত’র সাবেক উপ-সম্পাদক পারভীন বেগমের সম্পাদনায় ও প্রকাশনায় পত্রিকাটি প্রকাশিত হতে যাচ্ছে।

পত্রিকার প্রিন্ট, অনলাইন পোর্টাল, ইউটিউব, ফেইসবুক লাইভ ও ই-পেপার ভার্সন বিভাগে জন্য আলাদা আলাদা সংবাদকর্মী নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও সিলেট জেলার সকল উপজেলা, মৌলভীবাজার জেলা-উপজেলা, সুনামগঞ্জ জেলা-উপজেলা, হবিগঞ্জ জেলা-উপজেলায় প্রতিনিধি নিয়োগ প্রদান করা হবে।

প্রত্যেক উপজেলা আমাদের আলাদা বুথ অফিস ও স্টুডি করা হবে এবং উপজেলা থেকে ধারাবাহিক ভিডিও চিত্র প্রতিবেদন প্রকাশিত করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রিন্ট, অনলাইন পোর্টাল, ইউটিউব, ফেইসবুক লাইভ ও ই-পেপার ভার্সনের জন্য প্রত্যেক জেলায় একজন জেলা প্রতিনিধি ও একজন বিশেষ প্রতিনিধি প্রদান করা হবে। উপজেলা পর্যায়ে একজন করে প্রতিনিধি নিয়োগ প্রদান করা হবে যদি কোন কারণে উপজেলা প্রতিনিধি বিভিন্ন ভিডিও চিত্র অনুষ্ঠানমালা উপস্থাপনা করতে না পারেন তা হলে উপস্থাপকও নিয়োগ প্রদান করা হবে।

আমাদের ফেইসবুক পেইজের বেশ সুনাম রয়েছে এবং নির্ধারিত কিছু ভিজিটরও আছে তাই উপজেলা পর্যায়ের আমরা স্টুডিয়ের মাধ্যেমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিশেষ গুরুত্বে প্রদান করছি। আপনাদের অবগতির জন্য বলতে চাই প্রিন্ট, অনলাইন পোর্টাল, ইউটিউব, ফেইসবুক লাইভ ও ই-পেপার ভার্সনের জন্য উপজেলা পর্যায়ে আলাদা আলাদা সংবাদকর্মী নিয়োগ প্রদান করা হবে না। আবেদনকারীদের আগামী ১৫ মার্চের মধ্যে সম্পাদক ও প্রকাশক বরাবর আবেদন নিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে হবে। অফিস: ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, লিফটের ৪র্থ তলা, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট।

প্রয়োজনে : ০১৭৭৫০৯৯৯১২। ই-মেইল: dailysylhetersomoy@gmail.com & nurul.press05@gmail.com, ওয়েব : www. dailysylhetersomoy.com (বাংলা), ওয়েব : https://dailysylhetersomoy.com/english/(্ইংরেজি), ওয়েব : https://www.epaper.dailysylhetersomoy.com/home/index/2021-01-20 (ই-পেপার), ফেইসবুক পেইজ: https://www.facebook.com/The-Daily-Sylheter-Somoy-100618761738184, ইউটিব : https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw