মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সিলেট মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন

মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সিলেট মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেট-২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।
রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট-২২৫ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন-সিলেট ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সুনীল কান্তি দাস, ব্যবস্থাপক মো. আব্দুল হক, নির্বাহী প্রকৌশলী (বৈদ্যুতিক) মো. কামাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) বিদ্যুৎ আচার্য্য, সহকারী প্রকৌশলী মাহমুদূর রহমান চৌধুরী, বিউকস এর সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আল আজাদ, বিউবো ডিপ্রকৌস সিলেট শাখার সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, সিবিএ সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পাল প্রমুখ।