করোনার টিকা নিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু

মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত করোনার টিকাদান কেন্দ্রে তিনি এই ভ্যাকসিন নেন।

মহামারী করোনার টিকা নিয়ে গণমাধ্যমকে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে চলেছে। এবং সিলেটসহ সারাদেশে টিকাদান কর্মসূচীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাবেসকদের দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

হিরণ মাহমুদ নিপু সবাইকে নির্ভয়ে করোনার টিকা নিয়ে ভয়কে জয় করার আহবান জানান।