বাউফল থানার উত্তর হোসনাবাদে ১৫ই আগস্টের শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত

সিলবাংলা ডেস্ক ঃপটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর হোসনাবাদ গ্রামে জুম্মার নামাজ শেষে ভয়ালো ১৫ই আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে। বর্তমানে ১৫ ই আগস্ট বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।

 

সেই উপলক্ষে শহীদের প্রতি শহীদি মর্যাদা পাওয়ার জন্য শুক্রবার জুম্মা-বাদ উত্তর হোসনাবাদ জামে মসজিদে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মুসল্লিদের সাথে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ জালাল উদ্দিন দুই হাত তুলে মোনাজাত ধরে আল্লাহর কাছে বেহেশত নসিব এর জন্য সকল শহীদের প্রতি পানা চান।

 

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশকে যেনো আরো উন্নতিসহ সকল দেশ উন্নয়নে সকল কার্যক্রম সহজভাবে করতে পারেন সে জন্যও দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানের জন্য ধুলিয়া ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান মুঃ হুমায়ুন কবির অত্র ইউনিয়নের সকল জামে মসজিদে তবারক হিসেবে মিষ্টি পাঠান।

 

হোসনাবাদ গ্রামে আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন মোনাজাত শেষে সেই মিষ্টি বিতরণ করেন। নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমি জনগণের পবিত্র ভোটের চেয়ারম্যান। জনগণ আমার বন্ধু। আমি আমার এই জনগনের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও আমার মহান নেতা বাউফল উপজেলার সাতবারের এমপি আ.স.ম ফিরোজ সাহেবের দোয়া নিয়ে গরিব-দুঃখীর মাঝে থেকে তাদের আপন করে নিতে চাই। কোন অপশক্তি আমার দল আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠন ও নিরীহ জনগণের ক্ষতি করতে পারবে না। আমার ইউনিয়নের শুধু একটাই স্লোগান থাকবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।

সূত্র ডেইলি বাংলাদেশের আলো // হাবিবা আক্তার জেছি ///