দারুল উলূম আমিনীয়া ইছহাকপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী জলসা ২২ ফেব্রুয়ারি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দারুল উলূম আমিনীয়া ইছহাকপুর মাদ্রাসা ১১তম বার্ষিক ইসলামী জলসা আগামী ২২ ফেব্রুয়ারি ইছহাকপুর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কাতিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা শায়েখ ইমদাদুল্লাহ আমিনী।

প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম লালখান বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ফোরামের সদস্য লন্ডন মারকাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শুয়াইব আহমদ। এছাড়াও মাওলানা মুফতি ফয়জুর রহমান ঢাকা, শাল্লা উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কবি নাজমুল ইসলাম জাহিদ সহ দেশ-বরেণ্য ইসলামী চিন্তাবিদ তাফসীর পেশ করবেন।

উক্ত বার্ষিক ইসলামী জলসায় ধর্মপ্রাণ মুসলমানদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন দারুল উলূম আমিনীয়া ইছহাকপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ মাওলানা জাহিদুর রহমান ইছাকপুরী প্রমুখ।