হযরত শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-পরিষদ এর নেতৃবৃন্দের উপর মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পরিষদের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষের সঞ্চালনায় গতকাল পরিষদ এর কার্যনিবাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দ পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক জবরুল হোসেন এবং তিনির মরহুম পিতা: বীর মুক্তিযুদ্ধা আজাদুর রহমান আজাদ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে উপজেলা নির্বাহী (সদর) কর্মকতা সহ বিভিন্ন ব্যক্তি ও জনপ্রতিনিধির কাছে অভিযোগ করায় পরিষদ এর পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, প্রাক্তন ছাত্র পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে হযরত শাহপরান উচ্চ বিদ্যালয়ের বিগত বিদ্যালয় পরিচালনা কমিটির দূর্নীতি, স্বজনপ্রীতি ও বিদ্যালয়ের রাস্তা ব্যবহার করে ভূমি ব্যবসা করার প্রতিবাদে আন্দোলন সংগ্রাম করে আসছে। প্রাক্তন ছাত্র পরিষদ এর কার্যক্রমকে নষ্যাত ও ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষে কুচক্রী মহল এই দুরভী সন্ধি মূলক কর্মকান্ড করছে বলে পরিষদ মনে করে। এই ব্যাপারে আগামী সপ্তাহে শাহপরাণ মাজার গেইটে এক প্রতিবাদ সভার আয়োজন করা হবে, এতে সচেতন মহলের সহযোগিতা কামনা করা।
উক্ত জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক আবুল খায়ের আলাল, সাংগঠনিক সম্পাদক মো: ফখরুল ইসলাম দুলু, যুগ্ম সম্পাদক মো: শাহিনুর রহমান শাহিন, এস.এম কাবুল আহমদ খাদিম, সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ, আবু বক্কর সিদ্দীক, অর্থ সম্পাদক এনাম হোসেন খান, দপ্তর সম্পাদক লাহিনুর রহমান লাহিন, হারুন আল রশিদ, রম্যাংশু চক্রবর্তী সুমন, নিপেশ দেবনাথ, প্রত্যয় বৈদ্যঃ, সুহেল আহমদ, এম.এ হক জাবেদ, পারভেজ আহমদ, তুহিন আহমদ, মান্না আহমদ, আতিকুর রহমান খালেদ, সাবেল আহমদ, প্রমুখ নেতৃবৃন্দ।