সিলেট ডিএসআর শ্রমিক কল্যাণ সংস্থার লোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে সিলেট ডিএসআর শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় তারাপুরস্থ অস্থায়ী কার্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট ডিএসআর শ্রমিক কল্যাণ সংস্থার আহ্বায়ক তাহের হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব স্বপন চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট ডিএসআর শ্রমিক কল্যাণ সংস্থার যুগ্ম আহ্বায়ক অপু কর, সহ যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, সহ সদস্য সচিব বাবলু আহমদ, মামুন আমদ, তরিকুল ইসলাম, হুমায়ুন আহমদ, জুনেদ আহমদ, বাদশা মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি প্রদানে সংস্থার সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি