মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করতে হবে: মহিউদ্দিন আহমেদ মহি

শিশু কিশোরদের ফুটবল ট্রেনিং সেন্টার কালাপাথার ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন বাংলাদেশ ফুটবল ফেডারশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তরুন ও মেধাবী খেলোয়াড়দের প্রতিভা বিকাশে জাহিদ চৌধুরীর মতো সবাইকে এগিয়ে আসতে হবে তাহলেই দেশের ফুটবল উন্নয়ন তরান্বিত হবে। তিনি বলেন, শিশু কিশোরদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও তাদের কে উৎসাহিত করতে হবে এবং সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি কালাপাথর একাডেমীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সাবেক খেলোয়াড় ও কমিউনিটি এক্টিভিষ্ট কামরুল হাসান চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও মো. আরিফ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য মহিদুর রহমান মিরাজ, জেসিভা গ্রুপের লিগ্যাল এডভাইজার এডভোকেট জসিম উদ্দিন, সিলেট ডিএসএ সদস্য হাজী মিলাদ আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ বাবুল মিয়া, এডভোকেট মসরুর চৌধুরী শওকত। সার্বিক সহযোগীতা ও ব্যবস্থাপনায় ছিলেন জেসিভা গ্রুপের (ইউকে, বার্মিংহাম) চেয়ারম্যান ও একাডেমীর প্রধান উপদেষ্ঠা জাহিদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জামাল উদ্দিন,রায়হান আহমদ, আলমাছ আহমদ, জাকারিয়া চৌধূরী শিপলু, হাসান আহমদ, জুবের আহমদ, মাছুম আহমদ, রাজু আহমদ, আব্দুর রহিম,মোঃ আরিফ আহমদ, এহসান, নুরুজ্জামান, আব্দুল্লাহ, আফাজ, আসউয়াদ,বাপ্পি,রেজা,নাহিদ, আবু সুফিয়ান, ইবরাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি