সুনামগঞ্জে পাশের হার ৬৮.৫৩

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলায় চলতি বছরের এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২৩ হাজার ৫শ ৩৬ জন পরিক্ষার্থী। এর মধ্যে থেকে উত্তির্ণ হয়েছে ১৬ হাজার ১ শ ২৯ জন। জেলায় মোট পাশের হার ৬৮.৫৩ শতাংশ। রোববার দুপুরে পরীক্সার ফলাফল প্রকাশিত হয় ।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদের দেয়া তথ্যে, সুনামগঞ্জ জেলায় এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩শ ৬৯ জন। এর মধ্যে ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ১শ ৮৭ জন এবং ছাত্রীরা পেয়েছে ১শ ৮২ জন।
মাধ্যমিকে এবার পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৫শ ৩৬ জন । পাশ করেছে ১৬ হাজার ১ শ ২৯ জন ও অনুত্তির্ণ ৭ হাজার ৪শ ৭ জন।

এবছর পরিক্ষার্থী হিসেবে ছাত্র ছিল মোট ১০ হাজার ৬শ ৫৭ জন ও ছাত্রী ছিল ১২ হাজার ৮শ ৭৯ জন । ছেলেরা পাশ করেছে ৭হাজার ৩ শ ৫৫ জন ও মেয়েরা পাশ করেছে ৮ হাজার ৭ শ ৭৪ জন। মেয়েরা পাশ করছে ৬৮.১৩ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৬৯.০২ শতাংশ।