তরুণ প্রজন্মরাও রাজনৈতিক দলের প্রাণ: সৈয়দ আহমদ আলী

সিলেট মহানগর জাতীয় তরুণ পার্টির ও ৫নং এবং ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত রেষ্টুরেন্ট কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তরুণ পার্টি সিলেট মহনগরের আহ্বায়ক হাসান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সংগ্রামীর যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ আলী বলেন, তরুণ প্রজন্মরাও রাজনৈতিক দলের প্রাণ। তাদের মাধ্যমে হাটি হাটি পা পা করে সংগঠনের কার্যক্রম চালিয়ে জেতে। মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ ও উন্নয়নকে লালন করে এদেশে উনারই সৃষ্টিকে ধরে রাখতে। আগামীতে পার্টির চেয়াম্যান বর্তমান জি এম কাদির এর নেতৃত্বে জাতীয় পার্টিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে সকল ঘাত-প্রতিঘাতকে অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ পার্টির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব জিয়াউল হক রিপন, মটর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আফজল হোসেন, আব্দুর রহিম, হেলাল আহমদ, সেলিম আহমদ, মো. জামাল. সুমন, রিদয় আহমদ, ফারুক মিয়া, শাহ আলম, মুহিব আহমদ, ৫নং ওয়ার্ডের সদস্য একরাম আহমদ, রাহি, রাসেদ আহমদ, তানিম আহমদ, আরব আলী, রিদয় হোসেন, রাব্বি, ফয়সল আহমদ, কালাম মিয়া, আনোয়ার আলী প্রমুখ।