জকিগঞ্জ পৌরসভায় ধানের শীষের সমর্থনে কর্মী সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ

আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ইকবাল হোসেনের সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জকিগঞ্জের মেয়র প্রার্থী ইকবাল হোসেনের দলীয় কার্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহŸায়ক এড. কাওসার রশীদ বাহারের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড এমরান আহমদ চৌধুরী, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব প্রমূখ। পরে প্রচারণা, গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে বক্তারা বলেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমাদের দলীয় প্রার্থীই বিজয়ী হবে। জবর-দখল ছাড়া তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অন্যান্যের মধ্যে নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড. এমরান আহমদ চৌধুরী, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য জকিগঞ্জের কৃতি সন্তান মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, এড কাওছার রশীদ বাহার , বদরুল হক বাদল, জাহাঙ্গীর শাহ হেলাল, শফিকুর রহমান, তোফায়েল আহমদ চৌধুরী, ময়নুর রাজা মানিক, এড মোস্তাক আহমদ, আক্তার হোসেন রাজু, ইসমাইল হোসেন সেলিম, মাজহারুল ইসলাম সেলিম, আবুল কালাম, মাসুক আহমদ, মঞ্জুর আহমদ, সামসুল ইসলাম লেইছ, দিদার ইবনে তাহের লস্কর, আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন সামুন, কবির আহমদ, ফয়জুর রহমান, হিফজুর রহমান, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, রেজাউল হক চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী, হাবিবুর রহমান, আশরাফ চৌধুরী, হাফিজ আহমদ সুজন, সুলতান আহমদ প্রমুখ। এছাড়াও জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।