সাধারণ মানুষের আইনগত সহায়তায় ডেস্ক কার্যকরী ভূমিকা পালন করে: চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমদ

সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমদ বলেছেন, অবাধ তথ্যপ্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। আইনগত তথ্য ও সেবা ডেস্ক হলো একটি প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থান বা টেবিল যেখানে নির্দিষ্ট সময়ে সকলের প্রবেশাধিকার রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের সরবরাহযোগ্য তথ্য সংগ্রহ করা ও আদালত প্রাঙ্গনে আইনগত তথ্য ও সেবা ডেস্ক এমনটি একটি পরিসেবা। যেখানে আদালতে আগত সকল বিচারপ্রার্থী জনগণের আইনী সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান ও সেবা পেতে পারেন। তিনি মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের প্রবেশ গেইটে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর কারিগরী সহায়তায় স্থাপিত আইনগত তথ্য ও সেবা ডেস্কের অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি সাধারণ মানুষের আইনগত সহায়তায় এই ডেস্ক কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি ফিতা কেটে আইনগত তথ্য ও সেবা ডেস্কের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বেগম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত মো. মাহবুবুর রহমান ভূইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত অঞ্জন কান্তি দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত সুলেখা দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত লায়লা মেহের বানু, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত ফারজানা শাকিলা সুমু চৌধুরী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত নওরীন করিম, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর মো. ইরফানুজ্জামান চৌধুরী, জেলা প্রকল্প কর্মকর্তা জেপিআর ব্লাস্ট সত্যজিৎ কুমার দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা দীপংকর পাল, নাজির মো. ফাইজুল ইসলাম, ব্লাস্টের প্যারালিগ্যাল মো. গোলাম কিবরিয়া, মো. বাবুল মিয়া, এনামুল হক, বিলকিস আক্তার, মো. রুহুল আমিন প্রমুখ।